Post# 1610468870

12-Jan-2021 10:27 pm


কাই কাউসের বর্তমান "যে কাহিনী শুনতে নেই" সিরিজ পড়ছি।

বিষয়গুলো এখানে আলোচনা করার মতো না। কিন্তু নতুন কিছু না। ছোট বেলা থেকেই ঐ বছরটার প্রতি আগ্রহ ছিলো জানতে এবং সোর্স ছিলো পশ্চিমা মিডিয়ার আর্টিক্যল। যা পড়েছি। আর দেশে সিনিয়র যাদের সাথে ফ্রেংকলি কথা বলেছি। সবাই ৩০ মিনিট ধরে গৎ বাধা কথা বলে। এর পর শেষে গিয়ে কন্ঠ নরম করে ফেলে। কিছু ঘটনা বলে। এর পর আরো কিছু আরো কিছু।

একটা মাঠে দাড়িয়ে যেন আকাশের দিকে প্রশ্ন করি "কেন এরকম হয়েছে? তাদের কোন পাপে? আল্লাহ তায়ালার কি ইচ্ছা ছিলো? কি হিসাব?"

কিছু একটা কারন নিশ্চই আছে। সব কিছু আল্লাহ তায়ালা ব্যলেন্স করে দেন। বড় প্রশ্ন ছিলো ঐ সময়ের ঘটনা কি তাদের বহু আগে করা কোনো পাপের কারনে তখন ব্যলেন্স করে দেয়া হয়েছিলো? নাকি এই ব্যলেন্স করাটা একটা পেন্ডিং জব যেটা আমাদের উপর সামনে আসছে?

Time for reckoning.

    Comments:
  • কমেন্ট মুছে দিচ্ছি। বা ব্লক।
  • Blocked.

12-Jan-2021 10:27 pm

Published
12-Jan-2021