দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বিক্রি না করি।
শেষে দুনিয়া পাবো না, আখিরাতও না।
ঘুষ খেয়ে কোটিপতি হতে পারি। কে খাবে? নিজের খাওয়ার প্রয়োজন শেষ। সন্তানদের জন্য রেখে যেতে পারি। এর পর নিজেকে স্বান্তনা "যাক সন্তানদের জন্য করলাম। তোমাদের জন্যই।"
মৃত্যুর সময় দেখবো হারাম মাল আমার সন্তানরাও খেতে পারে নি। নষ্ট হয়ে গিয়েছে। হয় সন্তানরা নষ্ট বা মাল নষ্ট।
আখিরাতের দরজায় দাড়িয়ে দেখবো সামনে লম্বা রাস্তা। জীবনের আসলে শেষ নেই। কেবল আরম্ভ আছে।
কিন্তু হাতে কিছু নেই। না দুনিয়া, না এর পরের রাস্তার জন্য কিছু -- আখিরাত।
দুনিয়ার জন্য দ্বিন বিক্রি না করি। কোনোটাই পাবো না।