Post# 1610377069

11-Jan-2021 8:57 pm


নতুন প্রোগ্রামিং লেংগুয়েজ শিখতে চাইলে এখন পাইথন দিয়েই আরম্ভ করেন। নেট ঘাটলাম গত দুই দিনে এবং তাই বুঝলাম।

কোনটা দিয়ে আরম্ভ করা উচিৎ সেটা প্রতি দশকে দশকে বদলায়। যেমন আমি আরম্ভ করেছিলাম "বেসিক" দিয়ে ৩৫ বছর আগে। মাঝে বহু কিছু পরিবর্তিত হয়েছে। এমআইটি শেখাতো লিসপ বা স্কিম ২০০০ এর আগে পর্যন্ত। এর পর জাভার যখন চারদিকে হই চই তখন জাভায় চলে যায়।

কিন্তু এখন বাজার গরম পাইথন নিয়ে। এটা ডিফল্ট স্ক্রিপটিং লেংগুয়েজ। এবং মেশিন লার্নিং আর ডাটা সাইন্সে এটার জয় জয়কার চারদিকে তাই ডিমান্ড এখন অনেক বেশি।

এটা বিদেশি মার্কেটের জন্য। অফশোর কাজ বা বাইরে কেউ যেতে চাইলে। দেশের কম্পানিতে চাহিদার জন্য অন্য ভাবে হিসাব করতে হবে, এবং তখন অন্য কিছু আসবে।

[ পার্সোনাল এডভাইস-উত্তর দিচ্ছি না কমেন্টে। এতটুকুই কথা। জাজাকাল্লাহ। ]

11-Jan-2021 8:57 pm

Published
11-Jan-2021