Post# 1610295674

10-Jan-2021 10:21 pm


আমাকে মেসেনজারে পাঠানো এক বন্ধুর চিঠি:
আসসালামু আলাইকুম স্যার। আজ সকালে ১জন সাংবাদিকের সাথে ইউটিউবে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা দেখলাম। কবির চৌধুরী সহ বর্তমানের বহু চেতনাবাজ ফেরিওয়ালাদের অতীত ঘাটলে পায়খানার মত দুর্গন্ধ বের হবে। জীবিত /মৃত চেতনাবাজদের অনেকে ৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে পাক সরকারের পক্ষে দালালি করার জন্য বিদেশ ভ্রমণ করেছে,বিবৃতি প্রদান করেছেন, সংবাদপত্রের সম্পাদক হিসাবে চাকুরী করেছে, বই লিখে আদমজী পুরস্কার নিয়েছেন। ডিসি পিএ নাজিরের ''স্মৃতির পাতা থেকে '' বইয়ের কথা বলেছেন, উনি ৬০ দশকে রাজশাহীতে ডিসি হিসাবে সাধারণ মানুষের নিকট খুব জনপ্রিয় ছিলেন।পিএ নাজির আমাদের চাঁপাই নবাবগঞ্জ শহরের সাবেক পূর্ব পাকিস্তানের ১ নং উচ্চাঙ্গ সংগীত শিল্পী '' বুলা গোস্বামী'' কে বিয়ে করেন। ৬২ থেকে শহরে আমার হাইস্কুল যাতায়াতের পথে জানালায় দাঁড়িয়ে তার সংগীত মাঝে মাঝে শুনতাম। বুলা গোস্বামীকে মুসলমান করে উনি বিয়ে করেছিলেন। হাসিনার সম্পর্কে তার দুর্বল গোবেচারা স্বামী ওয়াজেদ মিয়া পেপারে লিখেছিলেন ' ' হাসিনা বিবেচনায় বিএ পাশ, স্বামী হিসাবে আমার চেয়ে বেশি কেউ জানেনা। শেখ মুজিবের কন্যা হিসাবে সে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিত, তার পরীক্ষার উত্তরপত্র কে লিখে দিত ,এক আল্লাহ ভাল জানেন। ইডেনে পড়ার সময় সে কোনদিন লেখাপড়া করতনা ,লাঠি নিয়ে মিছিল করা তার কাজ ছিল।৯০ দশকে '' সাপ্তাহিক নয়াযুগ পত্রিকায় পড়েছিলাম শেখ মুজিব সম্পর্কে হোসেন শহীদ সোহরয়ার্দী মন্তব্য করেছিলেন '' ইফ শেখ মুজিব বিকামস এ লিডার অফ এ কান্ট্রী, ফার্স্ট হয় উইল ডেস্ট্রয় দি কান্ট্রী, দেন হি হিমসেলফ '' মন্তব্যটি ১০০% সত্য। শেখ মুজিব জীবনে লেখা পড়া করেনি বর্তমান সন্ত্রাসী ছাত্রলীগের মত. পেপারে পড়েছি সে কলিকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময় হোস্টেলে সব সময় নিয়ম বহির্ভুত ও জোর করে ২ টা করে তরকারির বাতি খেতেন। লাইক ফাদার লাইক ডটার। হাসিনাকে নিয়ে ভারতের সেই বিখ্যাত '' দস্যুরানী ফুলন দেবী'' মত হয়তঃ ভবিষ্যতে মুভি হবে। সাবেক পূর্ব পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট অফিস আদালত, মেডিকেল ,প্রকৌশল,হাসপাতাল সহ ব্যাপক মানসম্মত অবকাঠামো নির্মাণে অবদান ছিল আইয়ু খান,আজম খাঁন, ফকা চৌধুরী ও সবুর খানের। অনেক বড় লিখে কোস্ট দিলাম। রক্ষী বাহিনীর অত্যাচার ভুলি নাই। ভুল ত্রুটি ক্ষমা করবেন। শুভ কামনায় মোহাঃ নিজাম উল মূলক

10-Jan-2021 10:21 pm

Published
10-Jan-2021