কমেন্টের জবাব দেই না। তাই নিজের সময় বাচান, কমেন্টে আমাকে প্রশ্ন করে লাভ নেই। জবাব পাবেন না।
সময় নষ্টকারি কমেন্টরদের ব্লক করে দেই কমেন্ট সেকশনটা খালি রাখার জন্য।
কমেন্ট খোলা আছে বড় কোনো ভুল থাকলে বলে দেয়ার জন্য। কিন্তু কোনটা বড় ভুল সেটা আপনি বড় মানুষ না হলে বুঝবেন না। পোলাপানদের [বয়স ৩০ এর কম] এ জন্য ভুল পেলেও কমেন্ট না করার জন্য বলবো।
কমেন্ট না করার জন্য ধন্যবাদ।