Post# 1610271826

10-Jan-2021 3:43 pm


হানাফিতে পবিত্রতা :

- নামাজের জন্য ডাকলেন, বললো "আমার পেন্ট নষ্ট"। পেন্টে যদি প্রশ্রাব লেগে থাকে এবং তার পরিমান যদি হাতের তালু যতটুকু বিস্তৃত তার থেকে বেশি না হয় তবে ঐ নষ্ট পেন্ট নিয়ে তার নামাজ হবে, যদিও তার পেন্টে কিছু প্রশাব লেগেছে।

- মানুষের ধারনা এক বিন্দু নাপাকি লাগলে তার নামাজ হবে না সেটা ঠিক না। উপরের ছাড়টা আছে। এখন স্বেচ্ছায় এরকম করা মাকরুহ, কিন্তু মানুষ সাধারনতঃ ইচ্ছা করে করে না প্রয়োজনে করে।

- আবার কোরবানির গরু কিনে গ্যরেজে রাখলেন, নামাজে যাবার সময় গরু প্রস্রাব করে দিয়েছে যেটা চারদিকে ছিটিয়ে আপনার কাপড়ে লেগেছে। এক্ষেত্রে ছাড় আরো বেশি। যদি আপনার কাপড়ের চার ভাগের একভাগের কম জায়গায় লাগে তবে সমস্যা নেই। সেটা নিয়েও নামাজ হবে।

বিস্তারিতের জন্য দেখুন বেহেস্তি জেওর, বা ফতোয়ায়ে আলমগিরি, বা যে কোনো হানাফি আলেমের সাথে কথা বলুন। সবাই জানে ইনশাল্লাহ।
.
#মাসলা

10-Jan-2021 3:43 pm

Published
10-Jan-2021