Post# 1610190460

9-Jan-2021 5:07 pm


হানাফিতে গোসল - ৩ শেষ পার্ট।

- ফরজ গোসলে কুলি করতে ভুলে গিয়েছে। পরে পানি খেয়েছে। পানি খাবার সময় যদি তার মুখের সবজায়গায় পৌছে তবে গোসলের কুলি করার কাজ তার হয়ে গিয়েছে। সে আর অপবিত্র না।

- হানাফিতে গোসল করলে ওজু করা হয়ে যায়। এমনকি যদিও সে প্রচলিত নিয়মে সাবান দিয়ে গোসল করে, সুন্নাহ নিয়মে গোসলের আগে ওজু না করে। তাই গোসল করে নামাজে গেলে হবে। এর পর ওজু লাগবে না। সেই গোসলটা যদি শরির পরিষ্কারের জন্য গোসল হয় তবুও। ওজুর ফরজ জায়গা গুলো ঠিক মতো ভিজলেই হলো।

- ফরজ গোসলের সময় নাকে পানি দেয় নি। কিন্তু এর পর নামাজের জন্য সে ওজু করেছে। ওজুর সময় নাকে পানি যদি সে নিয়ম মতো দেয় নাকের ভেতর শুকনো না রেখে তবে সেটা দ্বারা তার গোসলও পূর্ন হয়ে যাবে।
.
#মাসলা

9-Jan-2021 5:07 pm

Published
9-Jan-2021