Post# 1610189449

9-Jan-2021 4:50 pm


হানাফিতে গোসল - ২

- মূল যে নিয়মটা বললাম সেটা সুন্নাহ অনুসরনের জন্য। কিন্তু এগুলো না করে কেউ যদি গোসল এমন ভাবে করে যেমন মানুষ রেগুলার গোসল করে। তবে এর মাঝে কুলি করে এবং নাকের ভেতর পানি দেয়। তবে তার ফরজ গোসল হয়ে যাবে।

- গোসলে দুটো জিনিস সবচেয়ে জরুরি কুলি করা যেন মুখের ভেতর কোনো জায়গা শুকনো না থাকে। আর নাকের ভেতর পানি দেয়া যেন নাকের ভেতরটা ভেজানো হয়ে যায়। এই দুটোর কোনোটা বাদ পড়লে ফরজ গোসল হবে না। তৃতীয়টা হলো যদি গোসল করার পরেও শরিরের কোনো জায়গা শুকনো থাকে। যেমন কানের পেছনে।

- গোসল করলাম সাধারন গোসলের মতো। সু্ন্নাহ মতো না। এমন কি কুলি করতে ভুলে গেলাম বা নাকের ভেতর পানি দিতে। তবে দ্বিতীয়বার গোসল করতে হবে না। বরং যখন মনে পড়বে তখন কুলি করে নিলে বা নাকের ভেতর পানি দিলে গোসল পূর্ন হয়ে যাবে। যদিও এর আগে গা মুছে ফেলেছি।

- নাভির ভেতর শুকনো ছিলো। পরে মনে পড়লো। ভেজা আংগুল দিয়ে নাভি ভিজিয়ে নিলে হবে না। বরং এক আচুলি পানি নিয়ে কেবল নাভির ভেতরটা ধুয়ে নিতে হবে।
.
#মাসলা

9-Jan-2021 4:50 pm

Published
9-Jan-2021