Post# 1610186329

9-Jan-2021 3:58 pm


গোসল :

গোসল "ফরজ" হলে এগুলো অনুসরন করা আরো বেশি জরুরি। দৈনিক রেগুলার গোসলের চেয়েও।

- প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত ধুতে হবে। ওজুর সময় যেরকম ধুই।

- এর পর শরিরে যে সকল জায়গায় নাপাকি লেগে আছে সেগুলো পানি দিয়ে ধুয়ে কচলিয়ে পরিষ্কার করতে হবে।

- তৃতীয় ধাপে ওজু। পূর্ন ওজু করার কথা কিতাবে আছে মাথা মসেহ সহ। কিন্তু আমি মাথা মসেহের ঠিক আগের ধাপ পর্যন্ত করি। পরের গুলো করি না। নিচের হাদিসের উপর আমল করে। এতে হানাফিতে সমস্যা নেই।

- এর পর সারা শরিরে পানি বহাতে হবে শাওয়ারে, যেটাকে আমরা রেগুলার গোসল বলি। সাবান শেম্পু দিয়ে।

- শেষে বেরিয়ে আসার আগে আরেকবার পা ধুয়ে বেরিয়ে আসতে হবে।

فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ

হাদিসটা অনুবাদ করছি না। যারা জানতে চান সার্চ দিলে পাবেন অনুবাদ। বুখারি শরিফের হাদিস।
#মাসলা

9-Jan-2021 3:58 pm

Published
9-Jan-2021