Post# 1610129458

9-Jan-2021 12:10 am


হানাফি মিরাস :

মিরাস মানে উত্তরাধিকার। কেউ মারা গেলে তার সম্পদ কি করে ভাগ হবে আত্মিয়দের মাঝে সেটা।

সন্তানদের দেয়ার আগে প্রথমে এগুলো আলাদা করে দিয়ে দিতে হবে।

স্বামি : ১/৪
স্ত্রী : ১/৮

বাপ : ১/৬
মা : ১/৬

বাকি সম্পত্তি ছেলে মেয়েদের মাঝে ২:১ অনুপাতে ভাগ করে দেয়া হবে।

ছেলে নেই, শুধু মেয়ে :

১ মেয়ে : সে সন্তানদের পাওনার ১/৩ পাবে।
একাধিক মেয়ে : সবাই মিলে ২/৩ পাবে।

এর পর সন্তানদের জন্য যা ছিলো সেগুলো ছেলে না থাকার কারনে বাপ পাবে।
বাপ না থাকলে দাদা, নয়তো ভাই, বোন, মা, চাচা এরকম।

কোনো সন্তানই নেই :

প্রথমে যে চারটা ভাগের কথা বলেছি এরা প্রত্যেকে দ্বিগুন করে পাবে।

কিন্তু বাপের আলাদা হিসাব হবে না। বরং সন্তানরা যা পেতো সব উনি পাবেন।
বাপ না থাকলে দাদা। নয়তো ভাই-বোন-মা-চাচা এরকম। বিভিন্ন হিসাবে।
.
#মাসলা

9-Jan-2021 12:10 am

Published
9-Jan-2021