হানাফি সুতরা - ৪ শেষ অংশ
- মক্কা শরিফে মাতাফে নামাজরতদের সামনে দিয়ে সুতরা ছাড়া হাটতে পারবেন। কিন্তু সিজদার জায়গা থেকে কাছে না।
- ইজতেমার ময়দানে আলাদা আলাদা জামাত পড়ছে। বিশাল লম্বা কাতার। সামনে দিয়ে হেটে আসতে পারবেন মুসুল্লিদের সামনে সুতরা না থাকলেও। কারন ইমামের সামনে সুতরা আছে।
- নামাজির সামনে বাক্সে আপনার জুতা আছে। হাত বাড়িয়ে তার সামনে থেকে জুতা নিতে পারবেন। এতে আপনার ক্রস করা হলো না যেহেতু।
- নামাজ পড়ছেন। কেউ ভুলে আপনার সামনে দিয়ে হেটে যাচ্ছে। সোবহানাল্লাহ পড়ে বা আংগুলের ইংগিতে নিষেধ করতে পারবেন। তবে না করাই ভালো।
.
#মাসলা
- Comments:
- এখানেও তাই লিখেছি। আর যাদের জন্য লিখেছি তারা বুঝেছে। জাজাকাল্লাহ।