Post# 1610126126

8-Jan-2021 11:15 pm


হানাফি সুতরা - ৩

- মসজিদের জামাতের সময় আপনার ওজু ভেঙ্গে গিয়েছে। মুসুল্লিদের সামনে দিয়ে হেটে চলে আসতে পারবেন। যেহেতু তাদের সুতরা ইমামের সুতরা।

- ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে এখনো যারা পেছনের কাতারে নামাজ পড়ছে তাদের সামনে দিয়ে আসতে পারবেন না, সুতরা ছাড়া।

- খোলা মাঠে সুতরা ছাড়া নামাজ পড়ছে। তবে দাড়িয়ে সিজদার জায়গায় দৃষ্টি রাখলে নামাজির দৃষ্টি যতদূর যায় তার বাইরে দিয়ে আপনি হেটে তার সামনে দিয়ে ক্রস করতে পারবেন।

- নামাজের সামনে দিয়ে হেটে গেলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু যে গেলো তার কেবল গুনাহ হবে।
.
#মাসলা

8-Jan-2021 11:15 pm

Published
8-Jan-2021