Post# 1610115915

8-Jan-2021 8:25 pm


হানাফি সুতরা - ২

- মসজিদে বসে আছেন। উঠার সময় দেখেন ঠিক আপনার পেছনে একজন নামাজ পড়ছে। এর পরও তার নামাজ চলা কালিন সময়ে উঠে চলে আসতে পারবেন আপনার ডান বা বাম দিক থেকে। সমস্যা নেই। আপনার পেছনে সুতরা দিতে হবে না। কারন নামাজিকে ক্রস করছেন না। বরং মাঝখানে বসা থেকে উঠে আসছেন।

- মসজিদের পেছন দিকে কেউ নামাজ পড়ছে। তার সামনে সুতরা রাখে নি। এর পরও মসজিদ যদি বড় মসজিদ হয়, তবে ঐ নামাজি লোকের সামনে দুই কাতার খালি রেখে ৩য় কাতার দিয়ে হেটে আসতে পারবেন।

- মসজিদ বড় বলা হবে যদি প্রতি কাতারে ৪০ জন দাড়াতে পারে। নয়তো ছোটো। তখন তার সামনে দিয়ে আসতে পারবেন না।

- আপনার হাতে ব্যাগ বা ছাতা আছে যেটা কমপক্ষে এক হাত লম্বা এবং শক্ত। তবে একজনের সামনে ধরে ক্রস করে পরের জনের সামনে ধরে ক্রস করে এভাবে চলে আসতে পারবেন।
.
#মাসলা

    Comments:
  • ভালো কথা বলেছেন। তবে আমি এখন কি করতে পারি?

8-Jan-2021 8:25 pm

Published
8-Jan-2021