Post# 1610114961

8-Jan-2021 8:09 pm


হানাফি : সুতরা - ১

- নামাজি লোকের সামনে একটা লাঠি বা চেয়ার রেখে হেটে যেতে পারবেন। এই লাঠিটাকে বলে সুতরা।

- সুতরা কমপক্ষে এক আংগুল মোটা হতে হবে, লম্বায় ১ হাত। এর কম হলে হবে না।

- শক্ত হতে হবে যেন এক প্রান্তে ধরলে অন্য প্রান্ত ঝুলে না পড়ে। তাই কাপড় ঝুলালে সঠিক সুতরা হবে না।

- জামাতের নামাজে ইমামের সামনের সুতরা থাকলেই হলো। বাকি সবার সামনে দিয়ে প্রয়োজনে হেটে গেলে সমস্যা নেই। যদিও অন্যদের সামনে সুতরা নেই।

cont...2 #মাসলা

8-Jan-2021 8:09 pm

Published
8-Jan-2021