Post# 1610085790

8-Jan-2021 12:03 pm


হানাফিতে সফর কসর - ৭

টারমিনোলোজি :

সফর -- ট্রেভেল করা। নিজ শহর ছেড়ে ৭৮ কিলো বা বেশি দূরে ভ্রমন করা।

মুসাফির -- ট্রেভেলার। যে এখন সফররত আছেন। ব্যক্তিটা।

মুকিম -- নন-ট্রেভেলার। যে ভ্রমন করছে না। স্থানিয় লোক।

কসর -- ৪ রাকাত ফরজ নামাজগুলো ২ রাকাত করে পড়া।

ওয়াতনে আসল -- যে শহরে আমার আসল বাড়ি।

ওয়াতনে ইকামত -- আমার বাড়ি এ শহরে না। কিন্তু থাকি। ১৫ দিনের কম থাকলে মুসাফির, বেশি হলে না।

মঞ্জিল -- ২৫ কিলোমিটারের মতো দূরত্ব। আধুনিক যুগের আগে ভ্রমন করার সময় মানুষ গড়ে প্রতিদিন যতটুকু রাস্তা পার হতো। ৩ মঞ্জিল সফর করলে মুসাফির।
.
#মাসলা

8-Jan-2021 12:03 pm

Published
8-Jan-2021