হানাফিতে সফর কসর - ৬
- পথে মুসাফির জামাতে নামাজ পড়িয়েছে। আমি যোগ দিয়েছি কিন্তু আমি মুসাফির না। উনি সালাম ফিরানোর পরে আমি দাড়িয়ে দুই রাকাত পড়ে নেবো। কিন্তু ঐ দুই রাকাতে কোনো কিরাত পড়বো না যেমন ইমামের পেছনে কিরাত নেই। সুরা ফাতিহাও না। কেবল কিছুক্ষন দাড়াবো, সুরা ফাতিহা পড়ার সময় পর্যন্ত, বা কমপক্ষে তিন বার সোবহানাল্লাহ পড়ার সময় পর্যন্ত এর পর রুকু সিজদা বাকি সব নিয়ম মতো তাসবিহ পড়ে। নামাজ শেষ করবো।
- আমি ইমাম এবং মুসাফির হলে সালাম ফিরানোর পরে ঘোষনা করে দেবো "আমি মুসাফির কসর করেছি, মুকিমরা আরো দুই রাকাত পড়ে নিন।"
- হানাফিতে নামাজগুলো যার যার ওয়াক্তে পড়তে হবে। জোহর আসর মাগরিব ইশা। কিন্তু সফরে এটা করা যায় যেমন মাগরিব দেরি করে এর শেষ ওয়াক্তে পড়ে এর কিছুক্ষন পরে ইশার ওয়াক্ত হবার পরে ইশা পড়লাম।
- সফর করে ঢাকার উপর দিয়ে যাচ্ছি, ঢাকায় বাড়ি। কিন্তু বাসায় গেলাম না। ঢাকার বাইরে মাঠে ইজতেমায় এসেছি। গন্তব্যে পৌছার পরে কসর হবে না। পুরো পড়তে হবে কারন ঢাকায় ঢুকার পরে আমি আর মুসাফির না। এবং এর পর আর ৭৮ কিলো দুরে যাই নি।
মোটামুটি এই কয়েকটাই নিয়ম। পরে আরো কিছু মনে আসলে আরেকটা পোষ্ট দেবো ইনশাল্লাহ। নয়তো এটাই শেষ।
.
#মাসলা