Post# 1610075380

8-Jan-2021 9:09 am


হানাফিতে সফর কসর - ৫

- প্রত্যেকের একটা "আসল বাসা" আছে। এর বাইরে গেলে সে মুসাফির। ব্যসিক নিয়ম। আপনার টানটা যে দিকে। কোথায় থাকেন বললে আপনি যে পরিচয় দেন। যেখানে আপনি ঘরে ফিরার মতো ফিরে আসেন।

এ কথাগুলো বিভিন্ন ভাবে রিপিট নিচে।

- চাকরিতে ঢাকা থাকেন। ছুটি হলে বাড়ি চলে যান। আপনার আসল বাসা দেশেরবাড়িতে। ঢাকা না। ঢাকায় এসে ১৫ দিনের কম থাকার ইচ্ছে করলে নামাজ কসর হবে।

- তেমনি ভার্সিটির হলে থাকেন, ছুটি হলেই ঢাকার বাড়িতে ফিরেন তবে আসল বাসা ঢাকায়। হলে কসর হবে যদি ১৫ দিনের কম থাকেন। ঢাকায় কখনো কসর না। ১৫ দিনের কম থাকলেও।

- দেশের বাড়ি আর ঢাকায় দু জায়গায় বাড়ি আছে দু জায়গায়ই থাকেন। দুটোই আপনার বাড়ি। কোনো জায়গায় নামাজ কসর হবে না। কিন্তু দূরত্ব যদি ৭৮ কিলোর বেশি হয় তবে পথে কসর হবে।

- দেশের বাড়িতে জায়গা জমি আছে। কিন্তু ঢাকাতেই বড় হয়েছেন সেখানেই থাকেন। বাড়িকে পরিত্যাগ করেছেন। তবে নিজের দেশের বাড়িতেও আপনি মুসাফির।
.
#মাসলা

8-Jan-2021 9:09 am

Published
8-Jan-2021