Post# 1610074196

8-Jan-2021 8:49 am


হানাফিতে সফর কসর - ৪

- বেসিক নিয়ম হলো মুসাফির বা ট্রেভেলার হিসাবে একই শহরে ১৫ দিন বা বেশি থাকার ইচ্ছে করলে আর সে মুসাফির না। পুরো নামাজ পড়তে হবে। এর কম থাকলে মুসাফির কসর করবে।

এ কথাটাই নিচে আরো ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন ভাবে বার বার বলে :

- যদি ঢাকা ছেড়ে ৭ দিন নিউ ইয়র্ক থেকে এর পর কয়েকদিন ফ্লোরিডা এর পর কয়েক দিন অন্য শহরে আরেক আত্মিয়ের বাড়ি ঘুরি তবে সবসময় কসর এবং মুসাফির হবো। যতক্ষন না একই শহরে ১৫ দিন থাকার ইচ্ছে করি।

- শহর না হয়ে যদি গ্রাম হয় তবে একই গ্রামে ১৫ দিন থাকলে কসর হবে না। পুরো পড়তে হবে।

- যদি কিছু দিন কক্সবাজারে এক হোটেলে থেকে এর পর আরেক হোটেলে চলে যাই তবে যতদিন শহরের সিমানায় আছি ততদিন মিলে হিসাব করতে হবে ১৫ দিনের বেশি থাকবো নাকি থাকবো না।

- যদি ১০ দিন কক্সবাজারে থেকে এর পর ইনানি বিচের হোটেলে চলে যাই এবং সেটা কক্সবাজার শহরের বাইরে হয় তবে কসর হবে। শহরে ১৫ দিন ছিলাম না।

- শহর বা গ্রামের বাইরে এতটুকু দূরে যেতে হবে যে আজানের শব্দ যায় না। তবে আমি শহর বা গ্রাম ছেড়ে গেলাম।
.
#মাসলা

8-Jan-2021 8:49 am

Published
8-Jan-2021