Post# 1610041801

7-Jan-2021 11:50 pm


হানাফিতে সফর ও কসর :

- ঘর থেকে বের হলে কসর আরম্ভ হবে না। বরং শহরের সিমানা ছেড়ে বের হয়ে গেলে তার পর থেকে নামাজ কসর।

- তেমনি সফর শেষে শহরের সিমানার ভেতর ফিরে আসলেই কসর শেষ। ঘরে বা নিজ এলাকায় ফিরার আগেই।

- সিমানা বলতে শহরের যে জায়গা থেকে আর বাড়ির সাথে বাড়ি লাগোয়া নেই। দুরে দুরে সেখানে শহরের সিমানা শেষ। ঢাকার জন্য সিটি কর্পোরেশনের লিমিটকে শহরের সিমানা ধরা হয়। সাধারন ভাবে একদিকে টংগি ব্রিজ। অন্য দিকে কাচপুর ব্রিজ ধরা হতো আগে।

- ঢাকা এয়ারপোর্টে নামাজ কসর হবে না ঢাকা বাসিদের জন্য। বরং প্লেন ছেড়ে গেলে কসর।

cont...3 #মাসলা

7-Jan-2021 11:50 pm

Published
7-Jan-2021