"আমি ২ লাখ টাকা বেতনের চাকরি করতাম। হটাৎ চাকরি চলে গিয়েছে।"
প্রথম কাজ হলো ড্রাস্টিক্যালি আপনার খরচ কমিয়ে আনা। রাতা রাতি করা। অপেক্ষা না করে।
৪০ হাজার টাকার বাসা ভাড়া থাকতেন। ঐ মাসে নোটিশ দিয়ে দিন। ৪ হাজার টাকার টিনের চালা বাসা খুজুন শহর থেকে দূরে। গাড়ির ড্রাইভার বিদায় করে দেন। গাড়ি দিয়ে দিন উবারে বা ফেলে রাখুন গ্যরেজে। ফার্নিচার আত্মিয়দের দান করে দিন। ছোট বাসায় উঠবেন বলে। বাচ্চারা ও-লেভেলে পড়তো। স্কুল ছেড়ে হোম স্কুল করেন।
সবগুলোই গলার কাটার মতো। "আমার পক্ষে সম্ভব না" "বাচ্চাদের ভবিষ্যত নিয়ে ছিনি মিনি খেলতে পারবো না" "এত শখ করে খরচ করে ফার্নিচার জমিয়েছি"।
বা "কয়েক মাস দেখি, আরেকটা চাকরি হতে পারে" "এখনই দরকার নেই, জমা টাকা আছে" বা "ওমুক পার্টনার বন্ধু বলেছে বলেছে আমারটা দেখবে।"
সবগুলো ভুয়া। এরকম যারা আছে তাদের সকলকে এভাবে বছর দুই বছর টানতে দেখেছি। শেষে উপরে যা বললাম তাই করেছে কিন্তু লক্ষ লক্ষ টাকা ঋনের বোঝা মাথায় নিয়ে আর কারো কাছে যখন ধার পাওয়া যায় না তখন।
আপনার লাইফ স্টাইল আপনার "পাওনা" কিছু না। ইংরেজিতে "এনটাইটেলড" না। বিপদে ড্রাসটিক্যলি কমাতে না পারলে শেষে আপনাকে তা আরো মহাবিপদে ফেলবে। এর পর নিজেই আপনাকে ছেড়ে চলে যাবে।