উপদেশ নেন -- কিন্তু কোন উপদেশ আপনার জন্য প্রযোজ্য, কোনটা না -- সেই স্বিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
উপদেশ শুনেন -- কিন্তু শেষ স্বিদ্ধান্ত আপনার। আপনি সেই উপদেশ অনুসরন করবেন নাকি করবেন না।
কারন দিন শেষে এর ভালো মন্দের দায় ভার আপনাকে নিতে হবে। উপদেশ দাতারা আপনার পাশে বিপদে থাকবে না।
//
নিজের জীবন অন্যের হাতে ছেড়ে দেবেন না। এত দুর্বল হবেন না যে "ভাই আপনি যদি করে দিতেন, বলে দিতেন কি করতে হবে।" রিপিট, কারো হাতে নিজেকে ছেড়ে দেবেন না। সব সময় নিজের জীবন নিজের কন্ট্রোলে রাখুন।
এমন কোনো দলে ঢুকবেনা না যে দলের নেতার হুকুমে আপনাকে উঠ বস করতে হয়।
এমন কাউকে বন্ধু বানাবেন না যে নিজের পছন্দ অপছন্দ আপনার উপর চাপানো আরম্ভ করেন।
//
গ্রামের মানুষের জন্য উপদেশ আর শহরের মানুষের জন্য উপদেশে পার্থক্য আছে। যেমন পার্থক্য আছে মাদ্রাসা ছাত্রদের জন্য উপদেশ আর ইংলিশ মিডিয়ামের ছাত্রদের জন্য উপদেশে।
নিজের সমাজের মানুষের উপদেশ শুনুন যারা আপনার কালচারে বড় হয়েছে। এবং দেখে এসেছে।