কাউকে আল্লাহ তায়ালা শারিরিক পরিশ্রমের জন্য সৃষ্টি করেছেন। তাকে শক্তি দেন। কাউকে বিদ্যার জন্য। তাকে বুদ্ধি দেন। কাউকে স্মৃতি শক্তি বেশি দেন। কাউকে আর্ট, সৃজনশিলতা। কাউকে স্কিল, টুলস চালানো। কাউকে নেতৃত্ব দেয়া।
একেকজনকে একেক কাজের জন্য। সবাইকে এক কাজের জন্য না। আপনি সব দিক থেকে দুর্বল না। কোনো এক দিক থেকে বেশি পারেন যেটা অন্যরা অত পারে না। সেটা বের করে আপনার নিজের পেশা বের করতে হবে। অন্যরা কি করছে বা কি বলছে সেটা অনুসরন করে না।
আল্লাহ তায়ালা একেকজনকে একেক কাজের জন্য সৃষ্টি করেন। সবাইকে এক কোয়ালিটি দিয়ে না। এটা মনে রাখবেন।
"সে এত পারে, কিন্তু আমি যে পারি না?" আপনি অন্য কিছু খুব ভালো পারেন যেটা সে পারে না।