"আমি কি পারবো?"
প্রশ্নটা কাউকে জিজ্ঞাসা করবেন না। নিজে চেষ্টা করে দেখেন পারেন কিনা। পারলে পারলেন, না পারলে পারলেন না।
৫ বছর আগেও কেউ যদি জিজ্ঞাসা করতো : "আমি হাফেজি করতে চাই, আমার বয়স ৩০, আমি কি পারবো?" তবে সকল, মানে একেবারে সকল হাফেজ-উস্তাদের উত্তর ছিলো "পারবেন না, এগুলো ৮ থেকে ১০ বছর বয়সে করতে হয়। ১২-১৪ হয়ে গেলে আমরা আর নেই না। আপনি তো ৩০!"
নিজে নিজে চেষ্টা করে দেখেন পারেন কিনা। পারলে তো পারলেন। বাকিরা "পারবেন না" বলে দুনিয়া কাপিয়ে ফেললেও আপনার কিছু যায় আসে না।