"আরবি শিখতে চাই, কোরআন হাফেজি করতে চাই, প্রোগ্রামিং শিখতে চাই -- কোথায় ভর্তি হলে ভালো হবে?"
ব্যক্তিগত ভাবে আমি নিজে নিজে শেখায় বিশ্বাসি। বিশেষ করে এগুলো যেহেতু সারাজীবন ভর শিখে যেতে হবে তাই। এর শেষ নেই।
"কোথা থেকে আরম্ভ করবো?"
অনলাইনে রিসোর্স আছে প্রচুর। যে কোনো একটা থেকে আরম্ভ করলেই হলো। অনলাইনে সম্ভব না হলে লাইব্রেরি থেকে একটা বই কিনে আরম্ভ করেন। সবাই যেমন করে।
"আমি কি পারবো?"
১০ মিনিট চেষ্টা করে দেখেন। না পারলে পারলেন না।