Post# 1609924026

6-Jan-2021 3:07 pm


ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ তাহরিমি হানাফিতে।
আগেও যেমন ছিলো এখনো তেমন। এ যুগে পরিবর্তিত হয় নি।

এই ধরনের সব ফতোয়া পাবেন "বেহেস্তি জেওর" "ফতোয়ায়ে আলমগিরি" আর "হেদায়া" গ্রন্থে। পড়লেই হলো। অন্য কত কিছুই তো পড়ি।

একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিলে এর পর আর টুক টাক প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করতে হবে না। নিজেই জানবেন। মাঝে মাঝে রিভিউ করে নিতে হবে। এতটুকুই।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

6-Jan-2021 3:07 pm

Published
6-Jan-2021