প্রশ্ন : "ফেসবুকে স্টেটাস পোষ্ট করার জন্য সারা দিন সময় পান, কিন্তু একটা কমেন্টের জবাব দেবার মতো সময় পান না? এগুলো আপনার ঢং!"
উত্তর :
//
একটা স্টেটাস পোষ্ট করতে ২ মিনিট লাগে। যেটা ১০০০ জন পড়তে পারে।
একটা ডিসকাশন চালাতে কমপক্ষে ২০ মিনিট। সাধারনত ৪০ মিনিট। যেটা কেবল ১ জনের জন্য।
//
পোষ্টগুলো করি কাজের ব্রেকে। বা কাজ না থাকলে। বা কেজুয়াল ব্রাউজিংয়ের সময়, খবর পড়ছি। কি পড়লাম লিখে রাখলাম।
কমেন্টের জবাব প্রথমে থাকে "এক লাইনে জবাব দিলেই হলো" যেটা এক লাইনে দেবার পরেই পুরো পুরি ডিসকাশনে রূপ নেয় কারন যে জবাব পেলো সে সন্তুষ্ট হতে পারলো না।
//
পোষ্ট আমি কি জানলাম সেটার উপর করি। আপনি কি চান সেটার উপর না।
কমেন্টের জবাবে আপনি কি জানতে চান সেটা আমাকে খুজে বের করে জবাব দিতে হয়। এতে সময় লাগে।
এরকম হাজার আছে। যে বুঝে সে এগুলো আমি বলার আগেই বুঝে।
যে বুঝে না সে বিপরিত যুক্তি আনে কারন সে সন্তুষ্ট না।