আলেমদের সোটা সাপটা হওয়াটা আমার কাছে খারাপ না।
কেবল তার অন্তরটা দেখেন। অন্য মানুষদের প্রতি তার কতটুকু ভালোবাসা আছে আর কতটুকু ঘৃনা।
যদি দেখেন অধিকাংশ মানুষের প্রতি তার ভালোবাসা আছে, মঞ্চে উঠেই একে ওকে কাফের-মুনাফেক তাকে আক্রমন, ওকে নিয়ে তামাশা করছে না। তবে হলো। এর পর তার সরলতা আমার কাছে কোনো দোষ না।
আমি নিজে যদি "বেশি পন্ডিত" হই, তবে সে আলেমের কথার মাঝেও সে আসলে "কি বলতে চায়" সেটা বের করে নিতে পারবো ইনশাল্লাহ। লিটারেলি সে "কি বলেছে" সেটার বদলে।
আর যে সমস্ত আলেমদের নিয়ে মানুষ হাসি তামাশা করে গড়িয়ে পড়ে, কিন্তু তারা কারো সাতে পাচে নেই -- মৃত্যুর সময় তাদের ভালো পরিনতির উপর মরতে দেখেছি। হয়তো মানুষ হাসি তামাশা করতো বলেই আল্লাহর করুনা তাদের উপর বেশি ছিলো।
আর নিজে দেখি আমি কোন পক্ষে আছি। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পক্ষে নাকি তাদের বিপক্ষে।