কোভিডের ১ বছর। কাজী ইব্রাহিম সাহেবের স্বপ্নের কথা মনে আছে?
মিলাচ্ছি :
- "বাংলাদেশে আঘাত হানবে না।"
মিলেছে। যদিও এটা কতটুকু আসলেই কম আর কতটুকু মিডিয়া সেন্সরের জন্য সেটা নিয়ে প্রশ্নের অবকাশ আছে।
- "ইরান, ইতালির পরে চলে যাবে দক্ষিন আমেরিকায়।"
মিলেছে। যদিও উত্তর আমেরিকায় সমান।
- "নামাজিদের কিছু হবে না।"
এট লিষ্ট নামাজ পড়তে গিয়েছে এর পর মসজিদের নামাজিরা গন আক্রান্ত হয়েছে, সুপার সপ্রেডার ইভেন্ট -- এরকম খবর শুনা যায় নি বা প্রচার পায় নি। যারা আক্রান্ত হয়েছে সব মসজিদের বাইরে কোথাও।
- কাজি ইব্রাহিম সাহেব নিজেই আক্রান্ত হন কিনা সেটা দেখার ঘোষনা দিয়েছিলাম। কারন ভাইরাস বলেছিলো উনাকে তারা চিনে।
লিমিট রেখেছিলাম ২০ সালের শেষ পর্যন্ত। এবং এখনো উনি সুস্থ। মিলেছে।
আমার আত্মিয়দের মাঝে কেউ মারা যায় নি আলহামদুলিল্লাহ। অন্ততঃ ৩০০ জন এই লিষ্টে আছে। পরিচিত কেউ কেউ গিয়েছে, কিন্তু উনারা মারা গিয়েছেন বলেই হয়তো খবর এসে পৌছেছে।
এখন উনার পরের প্রেডিকশন ছিলো।
- "এর পর আসবে কোভিডের পরের ভার্সন কোভিড-২০। সেটা আরো ভয়ংকর হবে। আরো মানুষ মারা যাবে।"
এই বছর এটা মিলে কিনা দেখার অপেক্ষায়।
- Comments:
- একেবারে বলেছিলেন "উইন্ডোজ যেমন ভার্শন হয় তেমন নতুন ভার্শন"।