Post# 1609843169

5-Jan-2021 4:39 pm


আমার আরবি শিক্ষার একটা বড় পার্ট ছিলো এই বইগুলো। আর আরাবিয়াতু লিন্নাশিয়িন। সৌদি থেকে ছাপানো। কিনতে পাওয়া যেতো না, তাই আমার কাছেও কোনো কপি ছিলো না। ছিলো ইসলামি ফাউন্ডশন লাইব্রেরিতে। ইন্টারের পরে সেখানে গিয়ে প্রায় সারাদিন থেকে পড়তাম। অর্থ বুঝার জন্য মোটা কোনো ডিকশেনারি।

এখন জিনিসগুলো অনেক সহজ। ডিকশেনারি দরকার নেই। টাইপ করে ওয়ার্ডটা সার্চ করলেই গুগুল অর্থ বলে দেবে। আর বই কিনা বা এর জন্য ইফাতে গিয়ে সারা দিন বসে থাকার দরকার নেই। নিজের বিছানায় শুয়ে এর পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন নেট থেকে সার্চ করে।

এবং এর অল্টারনেট নেটে আরো লক্ষ ফ্রি আছে। ইউটুবে লেকার ঘন্টার পর ঘন্টা। সময় করে শুনলে আর শিখলেই হলো।

5-Jan-2021 4:39 pm

Published
5-Jan-2021