ইসলামি পোষ্ট না দিয়ে এখন অনেক শান্তিতে আছি। ইসলামি পোষ্ট দেয়া মানেই এখন খোচাখুচি গালা-গালি।
এই গালাগালি গুলো সরকারি বাহিনি বা ইসলামি বিরোধিরা করে না। করে ইসলাম পন্থিরা -- কারন আপনার কথা তাদের দৃষ্টিতে "ইসলাম বিরোধি"। "সঠিক ইসলাম" না, যেটা তারা পালন করে।
এখন ভালো মানুষেরা ইসলামি কথা বন্ধ করে দিলে অন্য সব মানুষ ইসলামের বিভিন্ন বিভ্রান্ত পথে চলে যাবে না। এটা অবান্তর ভয়। বরং তাদের অনেকে ঐ দিকে প্রথমে গিয়ে একটা ধাক্কা খাবে এর পর পোড় খেয়ে আবার সরল পথে আসবে। এর পর তাকে আর তর্ক-যুক্তি দেখানো লাগবে না।
তাই ইসলাম বাচানোর জন্য পেরশান হয়ে এই কাইজ্জায় মাঠে নামার মানে নেই। ইসলামের সঠিক ধারাটাই টিকে থাকবে শেষ পর্যন্ত। বাকি উপ ধারা গুলো আসবে যাবে। আমি যদি কিছু নাও বলি তার পরও। এটা আল্লাহর নিয়ম। এবং এভাবেই ১৪০০ বছর ধরে টিকে আছে।
তাই নিজের আমলে মনোযোগি হই যার জন্য জবাব দিহি করতে হবে।
পিতা মাতার হক আদায় করেছিলাম কিনা সেটা নিয়ে জিজ্ঞাসিত হবো।
গনতন্ত্র কুফর ছিলো কিনা সেটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হবে না।
নিজ নিজ আমলে মশগুল হই।