ঈমান ভঙ্গের কারন অনেক শিখলেন। এখন ওজু ভঙ্গের কয়েকটা কারন জেনে নিন, হানাফি মতে :
ঘুমালে ওজু ভেঙ্গে যায়। আমারা জানি। কিন্তু --
লম্বা নাইট জার্নি করে প্রচন্ড ক্লান্ত হয়ে আসলেন। কিন্তু তারাবি পড়তে হবে। ক্লান্তিতে নামাজের মাঝেই ঘুমিয়ে গেলেন। ওজু ভাঙ্গবে?
যদি নামাজের বসা অবস্থায় ঘুমান তবে ভাঙ্গবে না।
দাড়ানো অবস্থায় ঘুমালেও ভাংগবে না।
কেবল সিজদা দিয়ে সেখানে যদি ঘুমিয়ে যান তবে ভেঙ্গে যাবে।
নামাজের বাইরে এমনি ঝিমালে কি ওজু ভাঙ্গে?
যদি কোনো কিছুতে ঠেক না দিয়ে ঝিমান তবে ভাঙ্গবে না।
যদি কিছুতে ঠেক দিয়ে ঝিমান এবং ঐ জিনিসটা সরিয়ে নিলে আপনি হটাৎ করে মাটিতে পড়ে যাবেন কারন আপনি ঘুমের কাছে চলে গিয়েছেন তবে ভেঙ্গে যাবে।
আরো জানতে দেখুন "বেহেস্তি জেওর।"