Post# 1609503133

1-Jan-2021 6:12 pm


"জীবনে কি করলাম", পেছনে ফিরে তাকানো :

প্রত্যেকের জীবনেই না পাওয়ার আফসোস আছে। "আমার জীবনটা আরো ভালো হতে পারতো।"

আকাশে যে প্লেনে চড়ছে তার জীবনে এ নিয়ে যতটুকু আফসোস। তার নিচে মাটিতে যে গরুর গাড়িতে চড়ছে তার জীবনেও এটা নিয়ে ঠিক ততটুকু আফসোস।

বঞ্চনা :

দুনিয়ায় যে বাদশা, আখিরাতে সে থাকবে ফকির। এযুগে বাদশাহ হলো মন্ত্রি।

"আমিও হতে পারতাম?" তবে আখিরাতে আমি ফকির থাকতাম।

দুনিয়ায় সে পেটের যত পার্সেন্ট প্রতিদিন ভরছে, সে আখিরাতে তার পেট ততদিন ততটুকু খালি থাকবে।

দুনিয়াতে যে ফকির। সে আখিরাতে বাদশাহ, ধনি।

আখিরাত বলতে এখানে কেবল হাশরের ময়দান।

"কিন্তু হাশর তো অল্প কিছুক্ষনের জন্য।"

না। বরং দুনিয়া অল্প কিছু দিনের জন্য। হাশর ১০০০ বছর। দুনিয়ার ৪০ বছরের ধনি আখিরাতে হাজার বছর ধরে গরিব থাকবে। তার পাশে সে হাজার বছর ধরে আরামে থাকতে দেখবে তাদেরকে যাদেরকে সে দুনিয়াতে গরিব দেখতো।

যা কিছু আমি দুনিয়াতে পাইনি, প্রত্যেকটার বিপরিত আখিরাতে ততটুকু পাবো। দুনিয়াতে সব পেলে আখিরাতে শুন্য, আর কিছু পাবার নেই।

প্রসংগ ছিলো "দুনিয়াতে আরো করতে পারতাম।"

1-Jan-2021 6:12 pm

Published
1-Jan-2021