Post# 1609489413

1-Jan-2021 2:23 pm


যেগুলোর ব্যপারে আখিরাতে ধরা খাবার ভয় :

- নামাজ না পড়া, জাকাত না দেয়া, সময় মতো হজ্জ না করা।

  • পিতা-মাতার উপর কর্তব্য।
  • আত্মিয়-প্রতিবেশি-ভাইবোন অন্য মুসলিমদের হক মেরে খাওয়া।
  • অন্তরের ব্যপারগুলো : রিয়া প্রশংসা প্রাপ্তির আশা, আত্মতুষ্টি যে আমি আল্লাহওয়ালা।

    এর মাঝে খুব অল্প কিছু করলেও আল্লাহ ক্ষমা করতে পারেন। "যে মরলো এবং সে জানতো যে আল্লাহ এক সে জান্নাতে যাবে।"

    কিন্তু জান্নাতে পাঠানোর আগে আল্লাহ ক্ষমা না করলে বহু লম্বা সময় ধরে কষ্ট আর শাস্তি দেবেন।

    আল্লাহর নেক বান্দাদের হিসাব নেই। কিন্তু তারা কম। আমাকে আর আরো অনেককে ধরে একজনের পর একজন করে ঠিক আল্লাহর সামনে মাঝে একটা ছোট জায়গায় দাড় করানো হবে। যেন বাদশাহর কাছে অপরাধিকে ধরে আনা হলো। চারদিকে ঘিরে দাড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে সকল মানুষ আর ফিরিস্তারা। সবার নজর আমার দিকে। তার কি বিচার হয়। আমার মাথা নিচু।

    একজন ফিরিস্তা লিষ্ট ধরে পড়ে পড়ে প্রচন্ড ধমক দিয়ে জিজ্ঞাসা করবে "তুমি কি এই করেছো? এই করেছো?"

    করেছি। আল্লাহর সামনে অস্বিকার করলাম তো জাহান্নাম।

    এর পর মাথা উচু করে তাকাতে হবে আল্লাহর দিকে : হয় "ক্ষমা" নয়তো "শাস্তি"। কিছু একটা উনি বলবেন, এবং এখনই বলবেন। যেটা উনি চান।

    আল্লাহকে যেন শত্রু না বানাই।

    1-Jan-2021 2:23 pm

  • Published
    1-Jan-2021