ব্যক্তিগত ভাবে আমল করতে থাকি :
দ্বিনি ব্যপারে মানুষের সাথে ইন্টারেকশন যত কম করা যায়। যা জানা দরকার পেসিভলি শিখবো। জিজ্ঞাসা করে না।
কে কোন আন্দোলন চালাচ্ছে সেটা যত কম দেখা যায়।
আশেপাশের মানুষের ভুল দোষ যত কম দেখা যায়, কম ধরা যায়।
মন্দ কাজকে মন্দ জানি অন্তরে। ভালো কাজকে ভালো। সন্দেহের জায়গায় "এক্ষেত্রে কিছু না করা ভালো ছিলো।"