"আমি কখনো নিন্দা জ্ঞাপন করি না।"
এটা বলার পরের কথা :
পড়ছিলাম এক হাদিসে উম্মাহর কেউ খুন করলে সবাই পাপের অংশ বহন করবে কেবল যে সেই হত্যাকে অপছন্দ করলো সে ছাড়া।
বা, পৃথিবীর অর্ধেক দূরে কেউ যদি খুন করে তবে এখানে বসে একজন তার পাপের ভাগি হবে যদি সে ঐটার উপর খুশি থাকে।
//
আমার দল করেছে?
আমার পছন্দের আইডলজির অনুসারিরা করেছে?
কিছু বললে আমাকে তারা আক্রমন করবে, "কই কাফেররা এত মারে কিছু বলো না, এখন আমরা মারলে তোমার আবেগ উথলে পড়ে?"
ফেসবুকে বলার দরকার নেই যদি মনে করি আমার চারিদিকে খা**জি বেশি, তাদের খেপিয়ে লাভ নেই।
কিন্তু : অন্তরে অপছন্দ করি। এটাকে মন্দ জানি। আমার দল করলেও। করার পক্ষে আমার গুরুর হুকুম থাকলেও।