Post# 1606619959

29-Nov-2020 9:19 am


বলা হয়েছিলো উথমান রাঃ মৃত্যু যদি ভালো হতো তবে উম্মাহ পরবর্তিতে দুধ পান করতো, কিন্তু পান করেছে রক্ত।

//

১৩ সালের শিক্ষা যেটা লিখে রেখেছিলাম : আলেমদের থেকে রাজনৈতিক পরামর্শ নিবে না।

যদি ভুলে না গিয়ে থাকি, তবে আবার প্রমানিত।

//

"আগের নেতার চারদিকে ছিলো চাটুকার। আন্দোলন করে তাকে সরিয়ে নতুন নেতা এনেছি।"

১ মাস হলো। নতুন নেতার চারদিকে চাটুকার। তাকেও আবার সরাবো?

//

আগের নেতা ছিলো "হেকমত" পন্থি। তাই তাকে পছন্দ না। আন্দোলন করে সরিয়েছি।

১ মাস। নতুন নেতার সবচেয়ে বড় সমস্যা উনি হিকমত পন্থি না। উনাকে আবার সরাবো?

//

যতদিন আমি সমালোচক -- আমার কাজ অনেক সহজ।
যখন আমি পরিচালক -- তখন আমার আর আগের জনের মাঝে পার্থক্য থাকে না।

এটা জীবনের শিক্ষা। অনেক বার দেখেছি। নিজে ব্যক্তিগত ভাবে উপলব্ধি করে।

//

বাপ থাকা অবস্থায় মাঠ দাবড়িয়ে বেড়িয়েছি। আর বাপকে গালি দিয়েছি কেন আমাকে আরো বেশি দাবড়াতে দেয় না। "মরে না কেন?"

বাপ মারা যাবার পরে এখন মাঠ দাবড়ানো তো দুরের কথা। বাসা থেকে বেরুতে পারি না।

//

যে পদের কানা কড়ি দাম নেই কেবল পদ প্রাপ্তদের ক্ষতির পর ক্ষতি ছাড়া। সেই পদের জন্য মানুষ যখন লবিং করে। "কেন আমাকে সেই পদ দেয়া হলো না?"

//

এগুলো করার থেকে ক্রিকেট খেলা ভালো।

মাকরুহ। কিন্তু মানুষের হক নষ্ট করা থেকে বেচে যাচ্ছি।

29-Nov-2020 9:19 am

Published
29-Nov-2020