Post# 1606613618

29-Nov-2020 7:33 am


مصنف ابن أبي شيبة - ٣٦٥٦٥
حدثنا أبو أسامة قال حدثنا ابن عون عن ابن سيرين قال : كان محمد بن أبي حذيفة مع كعب في سفينة فقال لكعب ذات يوم :

মুহাম্মদ বিন আবি হুজাইফা একবার কাআব রাঃ এর সংগে নৌকায় ছিলেন। কাআবকে উনি সেদিন বললেন :

يا كعب ! أتجد هذه في التوراة كيف تجري وكيف وكيف ؟

হে কাআব! তৌরাতে কি এমন কিছু পেয়েছো কিভাবে কিভাবে এই নৌকা চলে?

فقال له كعب : لا تسخر من التوراة ، فإنها كتاب الله ، وإنما فيها حق ،

কাআব রাঃ উনাকে বললেন : তৌরাতকে নিয়ে ঠাট্টা করো না। এটা আল্লাহর কিতাব। আর এতে সত্য কথা আছে।

قال : فعاد فقال له مثل ذلك ، فعاد فقال له مثل ذلك

কিছুক্ষন পরে ফিরে একই কথা বললেন। আবার কিছুক্ষন পরে ফিরে একই কথা বললেন।

ثم قال : ولكن أجد فيها أن رجلا من قريش أشط الناب ينزو في الفتنة كما ينزو الحمار في قيده فاتق الله ولا تكن أنت هو ،

তবে সেখানে আমি পড়েছি কুরাইশের এক বড় দাত ওয়ালা লোক ফিতনাতে আবদ্ধ হয়ে যাবে এমন করে যেভাবে গাধাকে রশি দিয়ে বাধা হয়। তাই আল্লাহকে ভয় করো আর তুমি সেই লোক হইও না।

قال محمد : فكان هو.

মুহাম্মদ বলেন : তাই হয়েছিলো।

টিকা :
=

أشط الناب : كبير الناب.
=
মুহাম্মদ বিন আবি হুজাইফা ছিলেন উথমান আঃ এর বিরুদ্ধে বিদ্রোহকারিদের একজন।

29-Nov-2020 7:33 am

Published
29-Nov-2020