Post# 1606579722

28-Nov-2020 10:08 pm


#shaiba

مصنف ابن أبي شيبة - ٣٦٥٦٤
حدثنا عبد الله بن نمير قال حدثنا فضيل بن غزوان عن عكرمة عن ابن عباس قال : قال رسول الله (ص) في حجة الوداع :

ইবনে আব্বাস রাঃ বলেন রাসুলুল্লাহ ﷺ বিদায়ি হজ্জে বলেন,

(أيها الناس ! أي يوم هذا ؟ قالوا : يوم حرام ، قال : فأي بلد هذا ؟ قالوا : بلد حرام ، قال : فأي شهر هذا ؟ قالوا : شهر حرام ،

হে মানুষরা এটা কোন দিন?
সবাই : ইয়াউমুল হারাম

তবে এটা কোন শহর?
সবাই : হারাম শহর।

তবে এটা কোন মাস?
সবাই : হারাম মাস।

قال : فإن أموالكم ودماءكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا - ثم أعادها مرارا ،

তেমনি তোমাদের টাকা-সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান হারাম যেমন কিনা তোমাদের এই দিন হারাম এই হারাম শহরে, এই হারাম মাসে।

এবং কথাটা কয়েক বার বললেন।

قال : ثم رفع رأسه إلى السماء فقال :

এর পর উনি ﷺ উনার মুখ আকাশের দিকে তুলে বলেন,

(اللهم هل بلغت - مرارا ، قال : يقول ابن عباس : والله إنها لوصيته ألى ربه ، ثم قال : ألا فليبلغ الشاهد الغائب ،

হে আল্লাহ! আমি কি পৌছেছি? কয়েকবার বললেন।

ইবেন আব্বাস বলেন : ওয়াল্লাহ! এটা ছিলো উনার ওসিয়ত উনার রবের কাছে।

এর পর বললেন : কথাগুলো যারা এখানে থেকে শুনেছে তারা যারা এখানে নেই তাদের কাছে বলে দেবে।

لا ترجعوا بعدي كفارا ، يضرب بعضكم رقاب بعض).

আমার পরে তোমরা একে অপরের ঘাড়ে আঘাত করে কুফরে আবার ফিরে যেও না।

টিকা : হাদিসটা বুখারি শরিফেও আছে। শেষ লাইন পর্যন্ত।

28-Nov-2020 10:08 pm

Published
28-Nov-2020