Post# 1606573605

28-Nov-2020 8:26 pm


مصنف ابن أبي شيبة - ٣٦٥٦٣
حدثنا أبو الأحوص عن الاعمش عن زيد بن وهب عن عبد الله قال : قال رسول الله (ص) :
আব্দুল্লাহ রাঃ বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেন,

(إنه ستكون بعدي إثرة وأمور تنكرونها ،

আচিরে অন্যদের তোমাদের উপর প্রাধান্য দেয়া হবে। তোমরা অপছন্দ করবে।

قال : فقلت : يا رسول الله ! ما تأمر من أدرك منا ذلك ،

আমরা বললাম : ইয়া রাসুলুল্লাহ ﷺ তখন আমাদের আপনি কি করতে বলবেন?

قال : تعطون الحق الذي عليكم وتسألون الله الذي لكم).

বললেন : তোমাদের উপর যে অন্যের হক আছে সেটা দিয়ে দাও। আর নিজেদের হক আল্লাহর কাছ থেকে চেয়ে নাও।

28-Nov-2020 8:26 pm

Published
28-Nov-2020