Post# 1606541626

28-Nov-2020 11:33 am


:৫৬১

مصنف ابن أبي شيبة - ٣٦٥٦١
حدثنا حسين بن علي عن زائدة عن عبد الله بن عثمان عن نافع بن سرجس عن أبي هريرة قال :

আবু হুরাইরা রাঃ বলেন,

أظلتكم الفتن كقطع الليل المظلم ،

আধার রাত্রির খন্ডের মতো ফিতনা তোমাদের উপরে আসবে।

أنجى الناس فيها صاحب شاهقة ،

যে লোক তখন পাহাড়ে বসবাস করবে সে বাচবে।

يأكل من رسل غنمه

ছাগল চড়িয়ে যে খায়।

أو رجل من وراء الدرب آخذ بعنان فرسه ، يأكل من في سيفه.

আর সে লোক যে তার ঘোড়ার ঘাড় ধরে পথে থাকে, সে তার তলোয়ার দিয়ে যা পায় খায়।

28-Nov-2020 11:33 am

Published
28-Nov-2020