Post# 1606491467

27-Nov-2020 9:37 pm


:৫৫৮

مصنف ابن أبي شيبة - ٣٦٥٥٨
حدثنا عبد الله بن إدريس عن إسماعيل عن قيس بن جرير قال : قال ذو عمرو : يا جرير !

জু আমর বলেন : হে জরির!

إن بك علي كرامة وإني مخبرك خبرا

তোমার একটা সম্মান আমার কাছে আছে তাই আমি তোমাকে একটা জিনিস জানাচ্ছি।

إنكم معشر العرب ! لن تزالوا بخير ما كنتم إذا هلك أمير تأمرتم في آخر ،

তোমরা আরব জাতি। তোমরা ভালোর উপর থাকতে পারবে না যদি তোমাদের আমির যে তোমাদের শাসন করে, শেষে সে নিজে ধ্বংশ হয়ে যায়।

فإذا كانت بالسيف غضبتم غضب الملوك ورضيتم رضا الملوك.

তাই তলোয়ার নিয়ে যদি তোমরা রাগ দেখাও, তবে বাদশাহরাও রাগবে।
আর তোমরা সন্তুষ্ট থাকলে বাদশাহরাও সন্তুষ্ট থাকবে।

    Comments:
  • অনুবাদে ভুল থাকলে জানাবেন। জাজাকাল্লাহ।

27-Nov-2020 9:37 pm

Published
27-Nov-2020