Post# 1606489217

27-Nov-2020 9:00 pm


:৫৫৭

مصنف ابن أبي شيبة - ٣٦٥٥٧
حدثنا عبد الله بن إدريس عن محمد بن عجلان عن بكير بن عبد الله بن الاشج قال : قال عبادة بن الصامت لجنادة بن أبي أمية الانصاري : تعالى حتى أخبرك ماذا لك وماذا عليك ؟

আবি আমিনকে ডেকে উবাদা বলেন :
আসো আমি তোমাকে বলবো তোমার নিজের কোনটা, আর তোমার উপর অন্যের প্রাপ্য কোনটা।

إن عليك المسع والطاعة في عسرك ويسرك ومنشطك ومكرهك والاثرك عليك

তোমার উপর হুকুম হলো শাসকদের কথা শুনা, এবং তার বাধ্য হওয়া, দুঃখের সময়, আনন্দের সময়, তুমি পছন্দ করলেও, অপছন্দ করলেও, আর নেতা তোমাকে কিছু না দিয়ে অন্যদের দিলেও।

وأن تقول بلسانك وأن لا تنازع الامر أهله إلا أن ترى كفرا براحا.

আর যা বলার কেবল মুখে বলবে। কিন্তু তার গোত্রের সাথে বিষয়গুলো নিয়ে দ্বন্ধে লিপ্ত হবে না যতক্ষন না তুমি প্রকাশ্য এবং স্পষ্ট কুফর দেখো, কুফর বাওয়াহ।

টিকা :
-
الاثرة عليك : الاستئثار بالخيرات دونك.
-
আরবিতে "বিরাহ" লিখা আছে। আমি ওয়াও ধরে অনুবাদ করেছি। হয়তো টাইপিং মিসটেক।
-
প্রথম অংশটা মুসলিম শরিফের হাদিসে আছে।

    Comments:
  • অনুবাদে ভুল থাকলে জানাবেন।

27-Nov-2020 9:00 pm

Published
27-Nov-2020