Post# 1606296873

25-Nov-2020 3:34 pm


সিলেট - "গাছবাড়ি হুজুর" - হেফাজতে বিভক্তি।

শেষ পর্যন্ত যে জিতে আমি তার পক্ষে আছি। এখানে আইডলজিক্যল এমন কোনো বড় বিভক্তি নেই যে আমাকে এক পক্ষে যেতে হবে অন্য পক্ষকে বাদ দিয়ে।

//
এখানে আরেকটা শিক্ষা যে আলেমরা কেন নেতৃত্ব দিতে পারেন না। এর প্রথম কারন নিজেরা একত্রিত থাকতে পারেন না।

সেই হাফেজি হুজুরের বটগাছ মার্কা নির্বাচন থেকে বিভক্ত হতে হতে এখন শত দল। দল একটা থাকলে এখন জামাতের সমান হয়ে যেতো।

//
আরো উপর থেকে দেখলে লক্ষ্যনীয় যে একই আকিদার সমাজে এত বিভক্তি। ক্রস আকিদায় "ঐক্য" একেবারে অকল্পনীয়। পাকিস্তানে কিছু করে দেখাতে পারে। কারন তারা বহু মার খেয়ে এসেছে। এদেশে হবে না। আমরা আরামে আছি।

//
তবে সব একত্রিত হবে কমন কোনো বহিরাগত শত্রু ঝাপিয়ে পড়লে। এই উম্মাহর উপর দুই তলোয়ার একসাথে খুলবে না। এক বহিরাগত শত্রুদের তলোয়ার আর দুই নিজেদের মাঝে একে অন্যের উপর তলোয়ার। একটা হাদিস। একটা আরম্ভ হলে অন্যটা বন্ধ হয়ে যাবে।

//
তাই বাহির থেকে আক্রমন আসলে সব এক হয়ে যাবে। এর পরও কিছু গাদ্দার থাকবে যাদের কাছে মুসলিমদের মাঝে দ্বন্ধের "আকিদা"-গুলো বড় কাফেরদের বিরুদ্ধে ঐক্যের থেকে। যে আকিদা প্রতিষ্ঠা তাদের জীবনের উদ্দেশ্য।

25-Nov-2020 3:34 pm

Published
25-Nov-2020