মামুনুল হক সহেবের লাইভ ৩০ মিনিট আগে।
কথা শুনে বুঝলাম উনার বিপক্ষে "মাও দেলওয়ার হোসেন সাইফী"।
সাইফী সাহেব কে? ইউটুব খুজলাম। পেলাম। বুঝলাম আগে কখনো দেখিনি বা ফলো করি নি।
বুঝলাম,
কওমি মাদ্রাসা অংগনে এখন দুটো ভাগ। প্রো শফি সাহেব vs অন্যরা। এবং চিড়টা আগের তুলনায় বেড়েছে।
আমি এখানে লিষ্ট করতে পারতাম কে কোন দিকে। কিন্তু লিখলাম না কারন ফিতনা বাড়বে।
হয় দ্রুত এক পক্ষ গৌন হয়ে যাবে।
কিংবা দুটোই সমান শক্তিশালি হবে যদি আল্লাহ তায়ালা সেটাই চান।
আল্লাহ তায়ালা বিভক্তি দেন কেন? একটা হাদিসে বলা আছে। সাহাবার কথা। যখন হক দলে মন্দরাও ভিড়া আরম্ভ করে কারন হক বিজয়ি হয়েছে সেখানে যাওয়া নিরাপদ, তখন হক দলে বিভক্তি দেন যেন মন্দরা অন্য দলে চলে যায়।
তখন দুই ভাগের কোনটা হকদের দল আর কোনটা মন্দদের সেটা ঐ সময়ে বুঝা যায় না।
পরবর্তিতে ক্লিয়ার হয়।