Post# 1606114915

23-Nov-2020 1:01 pm


একজন পশ্চিমা মুসলিম ভাই ছিলো ফলো করতাম। খুবই সাহসি, শক্তিশালি। ছেলেকে নাইফ ফাইট শেখাতেন। মানুষকে শক্তিশালি হতে বলতেন। সব ভালো।

এর পর জানলাম উনার স্ত্রী উনাকে ছেড়ে চলে গিয়েছেন। এটা তৃতীয় বিয়ে ছিলো। আমি "হুম"।

এত এগ্রাসিভ হলাম যে আমার বৌকে সংগে রাখতে পারছি না। তবে এটা পজিটিভ কিছু না।

ব্যলেন্স করতে চলতে হয় জীবনে। যেখানে কড়া হবার দরকার সেখানে কড়া। যেখানে নম্র হতে হবে সেখানে নম্র। এখানে আসে অন্যের হক আর নিজের হকের মাপটা বুঝা।

জীবনে তাদেরকে সবচেয়ে উন্নতি করতে দেখেছি যারা অধিকাংশ জায়গায় খুবই স্ট্রংগ। কিন্তু যেখানে নম্র হতে হবে সেখানে নম্র।

23-Nov-2020 1:01 pm

Published
23-Nov-2020