Post# 1606110733

23-Nov-2020 11:52 am


মাজহাব নিয়ে তর্কের ব্যপারে বুঝতে হবে তর্কটা আমরা আরম্ভ করি নি। তারা আরম্ভ করেছে।

"তকলিদ হারাম" "তকলিদ কুফর" "তাদের নামাজ হয় না" "আল্লাহ এখানে নাকি ওখানে সঠিক জবাব না দিতে পারলে কাফের"। দেখে আসছি ৯০ থেকে।

আমি তাদেরকে মহব্বত করে কাছে টেনে নিয়েছিলাম। পার্থক্য চোখে পড়ে নি।

তারা বিপরিতে কুফরি ফতোয়া নিয়ে এসেছিল আমার উপর। কারন তাদের কাছে পার্থক্যটাই ছিলো সবচেয়ে বড়। তাদের আইডেন্টিটি।

23-Nov-2020 11:52 am

Published
23-Nov-2020