Post# 1606013903

22-Nov-2020 8:58 am


ভাষার একটা প্রভাব আছে মানুষের উপর :


আফ্রিকার একটা গোত্রের ভাষায় "সমবেদনা" কোনো শব্দ ছিলো না। সে জাতির লোকদের মাঝেও কোনো সমবেদনা ছিলো না। এধরনের অনেকগুলো রিসার্চ।


ভাষার উপর Arrival নামে একটা মুভিও তৈরি হয়েছে। কিছু Alien পৃথিবিতে আসে। যে মানুষই তাদের ভাষাটা শিখে নেয়, সে ভবিষ্যতের ঘটনা দেখতে পারে। কেবল ভাষাটা শিখলেই হলেো। আর কিছু লাগবে না। সেই ভাষার প্রভাব।


সারাদিন ইংরেজি চর্চা করেন আপনার মাঝে একটা ইংলিশদের কালচার চলে আসবে।

সারাদিন আরবি? আরবদের কালচার।

বেশি শুদ্ধ করে বাংলা ব্যবহার করেন -- তবে বাংগালি কালচার চলে আসবে।


এটা আমি নিজেও বুঝতে পারি। তাই ইংরেজি ছেড়ে বাংলায় পোষ্ট দেয়া আরম্ভ করেছিলাম। ২০১৫ সাল থেকে। যেন দ্বিন আমার রক্তে মাংসে চলে আসে। দ্বিনের "কালচারের" উপর উঠি।

কিন্তু বেশিদিন চালাতে পারিনি। অতিরিক্ত তর্ক আমাদের নিজেদের মাঝে। অতিরিক্ত ঘৃনা, অতিরিক্ত শত্রু-মিত্র বের করা। অতিরিক্ত তাকফির।

হয়তো ভুল গ্রুপের সাথে জুটে গিয়েছিলাম।


তাই ইংরেজি পোষ্টে আবার ফিরে আসার পর সে সমস্যাটা চলে যায়।

কিন্তু যে কারনে প্রথমে ইংরেজি ছেড়ে বাংলায় পোষ্ট দেয়া আরম্ভ করেছিলাম।

    Comments:
  • হ্যা।

22-Nov-2020 8:58 am

Published
22-Nov-2020