সামনের জানুয়ারিতে আমার ফেসবুকের নতুন করে ইংরেজিতে পোষ্ট দেয়া আরম্ভ করার ২ বছর পূর্ন হবে ইনশাল্লাহ।
২৫ বছর ধরে অনলাইনে। এর মাঝে বাংলায় পোষ্ট দিয়েছি কেবল গত ৫ বছর ধরে। বাকি ২০ বছর ছিলো ইংরেজি।
সামনের বছর থেকে আরবিতে চলে যাবার ইচ্ছা ইনশাল্লাহ। কিন্তু এটা যদি "ভিন্ন সমাজের" পাবলিক বেশি টানে যাদের সাথে আমি একমত না, তবে আবার ইংরেজিতে ফিরে আসতে হবে।