Post# 1605941311

21-Nov-2020 12:48 pm


কসম :

হানাফি মাজহাবে এটা একটা বড় জিনিস। পৃষ্ঠার পর পৃষ্ঠা এর মাসলার আলোচনা।

সংক্ষেপে : কেউ যদি কসম করে বলে এটা করবো। এর পর ভঙ্গ করে। তবে তাকে তিন দিন রোজা রাখতে হবে এর কাফফারা হিসাবে। এটা কসমের কাফফারার রোজা।

//
কিন্তু এরও আরো জটিলতা আছে। কেউ বললো আমি জীবনেও এটা করবো না। এর পর তিন বার করলো, তিন বার কাফফারা দিতে হবে? এ ধরনের অনেক।

তাই বেষ্ট : কসম না খাওয়া। নিরাপদ।

//
"ইনশাল্লাহ" বললে কসম হয় না। যেমন "ইনশাল্লাহ খোদার কসম করে বলছি ..." এটা কোনো কসম হলো না। ভাঙ্গলে কাফফারা নেই।

তাই যদি পাবলিক চেপে ধরে "কসম খান"। তবে বলবেন "ইনশাল্লাহ কসম করে ..." মানুষ মনে করবে আপনি বোধ হয় আরো জোর দেবার জন্য "ইনশাল্লাহ" বলেছে। একেবারে কড়া কসম।

সত্যিকারে এটা হলো ফোসকা গেড়ো। কোনো কসম হয় নি। আপনি বলেছেন "আল্লাহ চাইলে এটা করবো"। করেন নি, মানে উনি চান নি তাই হয় নি। শেষ।

21-Nov-2020 12:48 pm

Published
21-Nov-2020