"কুল্লামার" কথা বহু আগে মাসলার কিতাবে পড়তাম। যদি বলে তবে "এই এই" হবে। মনে হতো এগুলো ইতিহাসে হয়তো কোনো একজনের হয়েছিলো তাই লিখেছে। আমার এগুলো জানার দরকার নেই।
এর পর বর্তমান যুগ। হটাৎ করে চারিদিকে কুল্লামা।
//
মানুষকে কিছু বিশ্বাস করানোর জন্য কোনো কসমই খাবার পক্ষে আমি না। সে বিশ্বাস করলে করলো না করলে নেই।
কেউ আমাকে সন্দেহ করে -- তাতে আমার ক্ষতি নেই। তার ক্ষতি যদি সন্দেহ মিথ্যা হয়।